প্রাচীন লাউড় পরগনার, তাহিরপুর থানার শনির ও মাটিয়ান হাওরের মধ্যবর্তী বৌলাই নদীর প্রান্ত দেশে গড়ে উঠা জনপদে তাহির আলী নামের জনৈক এক ব্যক্তির আবাসস্থ ছিল । উক্ত এলার লোকমুখে প্রচার আছে যে, সেই তাহির আলীর নামানুশারে তাহিরপুর গ্রামের নামকরণ হয় এবং পরবর্তীতে তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ নামে নাম করণ করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস